যশোরের কেশবপুরে সুপারস্টার মেডিকেল এন্ড টেকনোলোজি ইনস্টিটিউট এর প্রধান কার্যালয়টি অবশেষে খুলে দেয়া হয়েছে।
গত মাসের ২৫ তারিখে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ-নেওয়াজ অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯, ৪৪,৪৫,৫৩,২৭ ধারা মোতাবেক কার্যালয়টি বন্ধ করে দেন।
এসময় ওই এপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ মিলন হোসেন প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্রসহ সহকারি কমিশনারের (ভূমি) কার্যলয়ে দাখিল করলে, নির্বাহী ম্যাজিট্রেট তা যাচাই-বাছাই অন্তে কাগজপত্রের বৈধতা পাওয়ায় তিনি মঙ্গলবার (১৭ জুন) কেশবপুর সুপারস্টার ।
মেডিকেল টেকনোলজি ইনস্টিউট এর কার্যালয়টি খুলে দেন। একটি কু-চক্রি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য ওই প্রতিষ্ঠানের মিথ্যা প্রচারনাসহ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কেশবপুর সুপারস্টার মেডিকেল এন্ড টেকনোলজি ও প্যারামেডিকেল প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিলন হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠানের সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এতে কান না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ নেওয়াজ বলেন, প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র থাকায় অফিসটি খুলে দেওয়া হয়েছে।