দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় জাতীয় ফল মেলা উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

142

‌”দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলা -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয় ।

কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল,মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন ।

অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, সিঃ সাংবাদিক মনিরুজ্জামান মনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে আঃ হাই খান, দীপন কুমার হালদার, পিন্টু মল্লিক, ধ্রুব জ্যোতি সরকার, প্রতাপ বাংলা, কমলেশ বালা, জীবনানন্দ রায়,শিউলি রাণী বিশ্বাস, নিবেদিতা বিশ্বাস,ইলোরা আক্তার, লিপিকা মন্ডল সহ ফলচাষী কৃষক ও কৃষাণীরা ।

এসময় অতিথিবৃন্দ ফল মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশীয় ও বিদেশী জাতের ফলের স্টল ঘুরে দেখেন এবং অনুষ্টানের পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে ।

 

 

Leave A Reply

Your email address will not be published.