দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে যুবদল কর্মিকে পিটিয়ে হত্যা

113

যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়ায় আ.লীগের সন্ত্রাসীরা যুবদল কর্মি মনিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৭ জুন বিকেলে কেশবপুর উপজেলার বরনডালি গ্রামের আলিবক্স’র ছেলে মনিরুল ইসলাম, ঘটনার দিন বিকেলে স্থানীয় সরসকাটি বাজারে যায়। এসময় তার প্রতিবেশী রেজা হাসান সবুজের সাথে দেখা হলে, তার পূর্বে থেকে পাওনা সবুজের নিকট ১০ হাজার টাকা চায়। এতে ক্ষিপ্ত হয়ে রেজা, এবং একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে গোলাম মোস্তফা ও নেপাল গাজীর ছেলে মশিয়ার রহমান তার ওপর লোহার রর্ড, বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি দেখা দিলে মঙ্গলবার রাতে মনিরুলকে খুনলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বুধবার দুপরে সে মারা যায়। এব্যাপারে মনিরুলের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেছে। যার মামলা নং- ১০/ তাং-১৮/০৬/২৫। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাশিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী রেজা হাসান সবুজ, গোলাম মোস্তফা ও মশিয়ার রহমানকে আটক করেছে।
এসআই শাশিম বলেন, পাওনা টাকা চাওয়ায় যুবদল কর্মি মনিরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা স্থানীয় আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী ।

Leave A Reply

Your email address will not be published.