দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল সীমান্তে ভারতীয় পন্য জব্দ

103

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২২৫ কেজি ক্যালসিয়াম কার্বোনেটসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারিনি বিজিবি।

মঙ্গলবার (১৭ জুন) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক সীমান্তের পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.