তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন। সেই কার্যক্রমের অংশ হিসেবে আগামিকাল খুলনা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেরা সাতারুর খোজে বাংলাদেশ-২০২৫ কর্মসূচি। নগরীর রেজাউল সুইমিং একাডেমি, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রোববার (১৫ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের পর দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ আসেনি সাঁতারে। আবার স্বর্ণ জিততে হবে-সেই প্রতিশ্রুতি নিয়েই ফেডারেশন নামছে সেরা সাঁতারুর খোঁজে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়ায় ফেডারেশনের উদ্দেশ্য ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। বাংলাদেশ নৌ বাহিনীর সহযোগিতায় ট্যালেন্ট হান্ট প্রোগ্রামকে এগিয়ে নিতে সকৃষম হয়েছে। আশা করি এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুলনাসহ সারাদেশে সাঁতারে যে ক্রাইসিস চলছে, তা থেকে আমরা বের হয়ে আসতে পারব।