দৈনিক খুলনা
The news is by your side.

ড্রোন ব্যবহার করে সুন্দরবনে অবৈধ মাছের নৌকা আটক করেছে বনপ্রহরীরা

106

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকারের সময় নৌকাসহ মাছ জব্দ করেছে বনপ্রহরীরা। বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্মার্ট টহল টিম মাছসহ এই নৌকা আটক করেন। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বনপ্রহরীরা বনের ঝাপসী টহল ফাঁড়ির আওতাধীন বয়ারশিং এলাকার শিসা খালে ড্রোন উড়িয়ে একটি নৌকা দেখতে পেয়ে পায়ে হেটে টহল করে এবং শিসা খালের শেষ প্রান্তে গিয়ে মাছসহ দুইটি নৌকা এবং একটি বিষের বোতল (ব্যবহৃত) জব্দ করে। এ সময় বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা বনের গহীনে পালিয়ে যান। তবে তাদেরকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ডিএফও মোঃ রেজাউল করিম চৌধুরী আরো বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা গত কয়েক বছরে ক্যান্সারে পরিণত হয়েছে। বনের অভ্যন্তর থেকে দু’চারটা নৌকা আটক করে মনে হয় এই বদ অভ্যাস বন্ধ করা কঠিন। আমরা মনে করি দাদনদার এবং আড়তদার যারা কার্টুন-কার্টুন বিষ সাপ্লাই দিচ্ছে তাদের আড়তে থাকা মাছ ল্যাবে পাঠিয়ে তাদেরকে আইনের আওতায় না আনলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ হবে না। #

 

Leave A Reply

Your email address will not be published.