দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী পালন

74

মোংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। শক্রবার বেলা ১১টায় মিঠাখালী বাজারে উপজেলা বিএনপির আয়োজনে শাহাদাৎবার্ষিকীর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী ও চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম শেখ।

প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, শহদী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। এছাড়া তিনি দেশের উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা রেখে গেছেন। তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াও নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর তাদেরই উত্তরসূরি তারেক রহমান রাষ্ট্র গঠনে যে ৩১ দফা দাবী দিয়েছেন তা সারাদেশের মানুষের মাঝে ব্যাপকবাবে সমাদৃত হয়েছে। তিনি আরো বলেন, আমাদের সকলকে এই ৩১ দফা বাস্তবায়নে এক যোগে কাজ করতে হবে।

 

Leave A Reply

Your email address will not be published.