দৈনিক খুলনা
The news is by your side.

শরণখোলায় রিং বাঁধ ভেঙ্গে দু’শ পরিবার পানি বন্দি

123

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার জোয়ারে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা গ্রামের একটি রিং বাঁধ ভেঙ্গে প্রায় দু’শ পরিবার পানিবন্দি হয়েছে বলে জানা গেছে। আর এতে করে ওই পরিবারগুলি জীবন যাপন অস্বস্তির মধ্যে পড়েছে। গত বছর ঘূর্ণিঝড় রেমালের আঘাতে রিং বাঁধ ভেঙে ওই গ্রামটি পানিতে তলিয়ে যায়।

সংশ্লিষ্ট এলাকা ঘুরে এবং ওই পরিবারগুলোর সাথে কথা বলে জানা গেছে, শরলখোলা উপজেলায় ৬৪ কিলোমিটার বেরিবাঁধ নির্মাণ করা হলেও ওই পরিবারগুলি বাধের বাইরে থাকায় কোনরকম একটি রিং বাঁধ দিয়ে তারা জীবন যাপন করছেন। ৩০ মে রাত দুইটা আড়াইটার দিকে লঘু চাপের প্রভাব ও তুমুল বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় রিং বাঁধটি ভেঙে যায় আর এতে তেরাবেকা এলাকার প্রায় দু’শ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েন পরিবারগুলো। এমনকি ওই পরিবার গুলিতে দুপুরে রান্না- বান্না হয়নি বলে অনেকে জানিয়েছেন।

এ ব্যাপারে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ আলম লিটন বলেন, টেকসই একটি রিং বাঁধ দিলে ওই পরিবার গুলি নিরাপদে জীবন যাপন করতে পারবেন।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, এই মুহূর্তে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব নয় বৃষ্টি কমে গেলে এবং পানি নেমে গেলে রিং বাঁধের ভেঙে যাওয়া অংশটি মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.