দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় মৎস ঘের দখল নিয়ে আওয়ামী লীগ নেতার মিথ্যাচার,

হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

72

খুলনার কয়রায় জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ নেতা তরুণ প্রকাশ রায় ও তার পুত্র চন্দন রায়ের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে কয়রা উপজেলার হড্ডা গ্রামের বিজয় কৃষ্ণ সরদার।

শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি তরুণ প্রকাশ রায় ও তার পুত্র তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি জানান, তরুণ প্রকাশ রায় ও তার পুত্র চন্দন রায় আমার সহ আরও তিন জনের বিরুদ্ধে ঘের দখল ও লুটপাটের যে সকল অভিযোগ করেছে তা সঠিক নয়। তাদেরকে হয়রানি করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে। আমরা তাদের মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা জানাই।

লিখিত বক্তব্য বিজয় কৃষ্ণ সরদার দাবি করেন, উল্লিখিত মৎস্য ঘেরের জমি মূলত তার বা তার ওয়ারিশদের। এ বিষয়ে আদালতে মামলা চলমান। তিনি অভিযোগ করেন, তরুণ প্রকাশ রায় ও তার পুত্রের কোনো বৈধ কাগজপত্র নেই। তারা জবর দখলের অপচেষ্টায় লিপ্ত। তরুণ প্রকাশ রায় বহিরাগত সন্ত্রাসী এনে তার জমি দখলের চেষ্টা করছে এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে হুমকি-ধামকি ও মামলা দিয়ে হয়রানি করছে। বিগত দিনে তরুণ প্রকাশ রায় জাল জালিয়াতির মাধ্যমে তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে৷ এ ব্যাপারে আদালতে মামলা করলে মামলার রায় তাদের পক্ষে আসে। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলীয় প্রভাব খাটিয়ে তাদেরকে আবারও বেদখল করা হয়। তিনি উল্লেখ করেন, মোঃ আব্দুল গফুর গাজী ও মোঃ আফজাল হোসেন শিকারী এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শান্তিকামী ব্যক্তি। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানী করা হচ্ছে। তরুণ প্রকাশ রায় এর আগেও আফজাল হোসেন শিকারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানী করে। বিজয় কৃষ্ণ সরদার আক্ষেপ করে বলেন, রতন সরদার তার ছোট ভাই বাংলাদেশের স্থায়ী নাগরিক। তার নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে ঐ মহলটি। বিজয় কৃষ্ণ সরদার বিস্ময় প্রকাশ করে বলেন, অভিযোগকারী চন্দন রায় ও তার পিতা তরুণ প্রকাশ রায় এক সময় তাদের প্রজা ছিলেন এবং এখনো তাদের জায়গায়ই বসবাস করে আসছে। তাদের নিজেদের কোনো বৈধ সম্পত্তি নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজয় কৃষ্ণ সরদার তাদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা অপপ্রচার থেকে রক্ষা পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে।

Leave A Reply

Your email address will not be published.