‘ভুলভুলাইয়া ৩’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষা ছিল। কবে বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিতের নাচ দেখা যাবে? এই অপেক্ষাতেই ছিলেন দর্শকদের অনেকেই।
এতদিনে তার অবসান হল। বিদ্যা-মাধুরী জুটির ম্যাজিকে নতুনভাবে দেখা গেল ‘আমি যে তোমার’ গানটি।
‘আমি যে তোমার ৩.০’, এই নাম দেওয়া হয়েছে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমার গানকে। আমাল মালিকের সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। রাজপ্রাসাদের সেট সাজিয়ে করা হয়েছে শুটিং। রাজদরবারেই নর্তকী হিসেবে দেখা যাচ্ছে বিদ্যা ও মাধুরীকে। দুজনে যেন নাচের ছন্দেই দ্বৈরথে মেতে উঠেছেন।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমার প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়াবহ রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ সিনেমার তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ সিনেমাতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু।
তবে ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমাতে আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। একই সঙ্গে এবারের সিনেমার বাড়তি পাওনা বলিউডের ‘ডান্সিং কুইন’ মাধুরী দীক্ষিত। কোন চরিত্রে মাধুরী দীক্ষিত অভিনয় করছেন? তা জানা যায়নি।
তবে গল্পের শিকড় এবার কলকাতা শহরে। নায়ক কার্তিক আরিয়ান কলকাতায় অনেকদিন থেকে শুটিং করেছেন। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ছাড়াও অনীশ বাজমি পরিচালিত সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, মনীশ ভাদওয়া এবং কাঞ্চন মল্লিক। আগামী পয়লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’।