বাংলাদেশ সচিবালয়ে সোমবার ও বৃহস্পতিবার সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার এক চিঠিতে এই স্থগিতের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে।’
বিষয়টি সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।