দৈনিক খুলনা
The news is by your side.

সাকিবকে নিয়ে বিসিবির কী ভাবনা?

132

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি। দুই ফরম্যাট ছাড়লেও ওয়ানডেটা চালিয়ে যাওয়ার কথা সাকিবের। তবে দীর্ঘদিন দলের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের ক্রিকেটে অনেকেই সাকিবের শেষ দেখছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কী ভাবনা?

দীর্ঘ ছয় মাস পর পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শুধরে কামব্যাক করা সাবেক টাইগার অধিনায়ক হয়েছেন ২০২৫ পিএসএলের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সঙ্গী। ব্যাটে-বলে ছন্দ দেখাতে না পারলেও অভিজ্ঞ সাকিবের কি দেশের জন্য আর কিছুই করার নেই?

সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সাকিবের সঙ্গে বিসিবির অধ্যায় শেষ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে… সাকিবও তো অ্যাকশন শোধরানোর পর এটাই (পিএসএল) প্রথম টুর্নামেন্ট খেললো, তাই এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’

মিঠু বলেন, ‘যেকোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের বিবেচনায় সে সবসময় থাকে। বোলিং অ্যাকশন ঠিক করার পর সাকিব তো এই প্রথম দুটো (৩টি) ম্যাচ খেললো। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।’

Leave A Reply

Your email address will not be published.