দৈনিক খুলনা
The news is by your side.

ভূমি মেলা উপলক্ষে মোরেলগঞ্জে প্রেস কনফারেন্স

95

মোরেলগঞ্জ প্রতিনিধি: ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রেস কনফারেন্সে প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গণেশ পালসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। ভূমি মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

তিন দিনব্যাপী দেশজুড়ে ভূমি মেলার অংশ হিসেবে আগামি ২৫, ২৬ ও ২৭ মে মোরেলগঞ্জেও ভূমি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোন ধরণের সেবা ও পরামর্শের জন্য একটি পৃথক ষ্টল থাকবে। এছাড়াও সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে একজন কর্মকর্তা নিযুক্ত থাকবেন বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.