দৈনিক খুলনা
The news is by your side.

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

39

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। শনিবার সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে এ সভা শেষ হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থ ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

বৈঠক চলাকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দুপুর ২টা ৫ মিনিটে ‘জরুরি কাজের‘ কারণে সভা ছেড়ে বেরিয়ে যান। সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার ও জুলাই ঘোষণাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা চলছে।

একনেক সভা শেষে ব্রিফিং না হয়ে হঠাৎই শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। দুপুর ১২টা ২০ মিনিটে এই বৈঠক শুরু হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন ১৯ জন উপদেষ্টা।

জানা গেছে, বৈঠকে উপদেষ্টা ছাড়া অন্য কোনো সরকারি কর্মকর্তা অংশ নেননি। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বের হয়ে যেতে দেখা যায়।

এদিকে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে শনিবার বিকেলে আলাদা বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

অন্যদিকে, বৃহস্পতিবার নিয়মিত উপদেষ্টা সভা শেষে অধ্যাপক ইউনূস ক্ষোভ প্রকাশ করেন। তিনি অসহযোগিতা, রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার অগ্রগতির অভাবে হতাশা জানান এবং পদত্যাগের ইঙ্গিত দেন।

তবে আজ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকছেন। তিনি বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা আমরা ফেলে যেতে পারি না।”

Leave A Reply

Your email address will not be published.