দৈনিক খুলনা
The news is by your side.

এক বিলিয়ন ডলারের ‘প্যাট্রিয়ট’ ধ্বংস করল রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র

117

ইউক্রেনের আকাশে বড়সড় ধাক্কা! রাশিয়ার ইস্কান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ছুঁড়ে ধ্বংস করে দিয়েছে আমেরিকা সরবরাহকৃত একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম—এমনটাই দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ডনেপ্রোপেট্রভস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থানে চালানো এক নিখুঁত হামলায় ধ্বংস হয়েছে AN/MPQ-65 রাডার, কন্ট্রোল ইউনিট এবং দুটি প্যাট্রিয়ট লঞ্চার।

একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ব্যাটারির দাম? এক বিলিয়ন ডলারেরও বেশি! জানা যাচ্ছে, এই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের কাছে এসেছে শুধু আমেরিকা থেকেই নয়—জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া এবং স্পেনও পাঠিয়েছে প্যাট্রিয়ট ইউনিট ও যন্ত্রাংশ। তবে সমস্যা হচ্ছে জোগানেই। মার্চে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, তারা তাদের অস্ত্রভাণ্ডারের সীমায় পৌঁছে গেছে। ইউক্রেনকে দেওয়ার মতো প্যাট্রিয়ট আর নেই—নিজেদের নিরাপত্তাই এখন অগ্রাধিকার।

তার আগে, ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি বলেছিলেন—প্যাট্রিয়টের মিসাইল ফুরিয়ে আসছে। তিনি তখন লাইসেন্স নিয়ে নিজ দেশে এই ক্ষেপণাস্ত্র তৈরি করার প্রস্তাবও দেন, যদি পশ্চিমা দেশগুলো আর সরবরাহ না করে।

এই পরিস্থিতিতে রাশিয়া আবারও বলেছে—পশ্চিমা অস্ত্র আসলেই যুদ্ধের গতি পাল্টাতে পারবে না। বরং, এসব অস্ত্র শুধু অকারণে রক্তপাত দীর্ঘায়িত করছে। ক্রেমলিন সতর্ক করেছে, ইউক্রেনে যদি আরও উন্নত ও মারাত্মক অস্ত্র পাঠানো হয়, তাহলে তা রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণমাত্রার সংঘাত ডেকে আনতে পারে।

 

Leave A Reply

Your email address will not be published.