দৈনিক খুলনা
The news is by your side.

ভারতের আরও একটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

39

পাকিস্তান আবারও ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার সময় পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ ফাইটার জেট ভূপাতিত করে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এর ফলে পাকিস্তানের দাবি অনুযায়ী এখন পর্যন্ত মোট ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রতিবেদনে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিশ্চিত করেছেন ৬-৭ মে রাতের মধ্যে কাশ্মিরের পামপুর এলাকায় ভারতের একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়।

পাকিস্তানের কামরাতে বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।’

আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এদিন প্রধানমন্ত্রী পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদসহ সামনের সারির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার প্রশংসা করেন।

শেহবাজ শরিফ আরও বলেন, ‘ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংযম ও কৌশলগত দূরদর্শিতা প্রদর্শন করেছে। তাদের নিখুঁত ও দ্রুত প্রতিক্রিয়া শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনোই পিছপা হবে না।’

তিনি বলেন, ‘সামরিক বাহিনীর প্রতিটি শাখা যে সাহসিকতা ও সচেতনতা দেখিয়েছে, তাতে পুরো জাতি গর্বিত। সেনাপ্রধানের নেতৃত্বে আবারও প্রমাণিত হয়েছে— পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য।’

শেষে প্রধানমন্ত্রী জানান, ‘জাতীয় নিরাপত্তার বিষয়ে সরকার ও জাতি উভয়েই অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমাদের বাহিনী সদা প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের উপযুক্ত, সময়োপযোগী ও কঠোর জবাব দেওয়া হবে।’

Leave A Reply

Your email address will not be published.