দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় উন্নয়ন কার্যক্রমে গতি আনতে পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সভা

38

খুলনার কয়রায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এক পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হেলভেটাস বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর বাস্তবায়নে আয়োজিত এই সভাটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন ডরপ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মিন্টু চন্দ্র দাস।আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কয়রা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফার রহমান, সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দীন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভূতি ভুষণ রায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, ডরপের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ মশিউর রহমান, অপূর্ব রায় পবিত্র, রাজিয়া খাতুন, সহকারী ইঞ্জিনিয়ার প্রতীষ কুমার, যুব ফোরামের প্রতিনিধি আশিকুজ্জামান, মোল্যা মনিরুজ্জামান, আলিমুজ্জামানসহ আরও অনেকে।সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষক, সাংবাদিক, সিবিও সদস্য ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভাটি একটি কার্যকর ও অংশগ্রহণমূলক আলোচনা প্ল্যাটফর্মে পরিণত হয়।সভায় বক্তারা কার্যক্রমে স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নের উপর জোর দেন। পাশাপাশি ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.