দৈনিক খুলনা
The news is by your side.

৩ দফা দাবিতে এখনো কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা

35

রাজধানীর কাকরাইল মোড়ে রাতভর অবস্থান করে বিক্ষোভ চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের হামলার প্রতিবাদ ও তিন দফা দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত সেখানেই থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোড়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এর ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে লংমার্চ শুরু করেন। কিন্তু কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে। এতে অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

ঘটনার পর বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক শত শিক্ষার্থী বাসে করে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও।

পুলিশ জানায়, যমুনা ভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকায় শিক্ষার্থীদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বিকেল পাঁচটার দিকে পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল যমুনায় যান।

রাত ১০টার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এলেও তার ওপর পানির বোতল ছোড়া হলে তিনি স্থান ত্যাগ করেন। পরে ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন দুঃখ প্রকাশ করে জানান, এই ঘটনার দায়ভার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেবে না।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি কার্যকর, প্রস্তাবিত বাজেট পূর্ণরূপে অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প একনেকে পাশ করা। শিক্ষার্থীরা বলছেন, দাবি মানা না হলে তারা পিছু হটবেন না।

Leave A Reply

Your email address will not be published.