দৈনিক খুলনা
The news is by your side.

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যা বলছেন ভারতীয় তারকারা

14

গত এক সপ্তাহ ধরে ভারত-পাকিস্তানের উত্তপ্ত অবস্থা গোটা বিশ্ববাসীকে চিন্তায় রেখেছে। দীর্ঘদিনের বৈরী সম্পর্কের এই দেশ দুটির যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রাণঘাতী সংঘাত বিশ্ববাসীকে এক অশনি সংকেতেরই ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে গতকাল নিজেদের মাঝে চলমান যুদ্ধ থেকে নিজেদের বিরত রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছে উভয় দেশ। তাৎক্ষনিক ও সম্পূর্ণ পরিসরে এই যুদ্ধবিরতিতে দুই দেশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা।

যুদ্ধবিরতির এই সুসংবাদে আনন্দ ও স্বস্তির দেখা মিলেছে ভারতীয় শোবিজ অঙ্গনেও। দুই দিন আগে পাকিস্তানের ওপর হামলায় উচ্ছ্বাস প্রকাশ করলেও এবার যুদ্ধের ময়দানে শান্তির বার্তা দিলেন তারা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে ধন্যবাদ ও শান্তির বার্তা বিলি করতে দেখা গেছে ভারতীয় তারকাদের।

কাশ্মীরে জঙ্গীদের সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানোয় পাকিস্তানের তীব্র নিন্দা করেছিলেন কারিনা কাপুর খান।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকেও সমর্থন করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলে, “ঈশ্বর রক্ষা করলেন। জয় হিন্দ।” সঙ্গে ভারতের পতাকার ছবি যোগ করে দেন পোস্টে।
করণ জোহর যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে জোড় হাত এবং ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন। অভিনেত্রী রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘যদি এটা সত্য হহয়, তবে এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আর কোনো ভুল করা যাবে না যার জন্য ভারত আবারও রক্তাক্ত হয়।’

যুদ্ধবিরতির পরই ভারতীয় পতাকার ছবি পোস্ট করেছেন অভিনেত্রী পরিণীতি চোপরা।

যুদ্ধবিরতির সিদ্ধান্তকে করজোড়ে সমর্থন করেছেন হিনা খান। এ অভিনেত্রী এর আগে পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করেছিলেন এবং অপারেশন সিঁদুরকে সমর্থনও করেছিলেন। সে কারণে নিন্দুকদের সমালোচনার শিকারও হতে হয়েছিল তাকে।
যুদ্ধবিরতির খবরে অভিনেতা বরুণ ধাওয়ান এবং অনন্যা পাণ্ডে ব্রেকিং নিউজের অংশ পোস্ট করেন। সঙ্গে জোড় হাত করা ইমোজি শেয়ার করেন।

এ ছাড়া নির্মাতা শেখড় কাপুর, অভিনেতা ঈশান খাট্টার, হালের সেনসেশান তৃপ্তি দিমরিও সোশাল মিডিয়ায় যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন।

টানা কয়েক দিনের পাল্টাপাল্টি সংঘর্ষের পর গতকাল শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘ভারত ও পাকিস্তান দুই দেশেরই শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত।’

 

 

Leave A Reply

Your email address will not be published.