দৈনিক খুলনা
The news is by your side.

ব্যক্তি-সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান রেখে অধ্যাদেশ অনুমোদন

19

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই খসড়া অনুমোদন হয়।

বৈঠকের সারসংক্ষেপে জানানো হয়, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ এবং এসব ক্ষেত্রে কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার জন্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ প্রণীত হয়েছিল।

এখন, ওই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তার সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার যথাযথ প্রমাণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে তাদের তালিকাভুক্ত বা নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে, বর্তমান আইনে সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়টি ছিল না, যা এখন সংশোধন করা হয়েছে।

এছাড়া, সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা, প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশোধনীটি আগামীকাল সোমবার অধ্যাদেশ আকারে জারি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.