দৈনিক খুলনা
The news is by your side.

কত দামে নতুন গাড়ি কিনলেন নেইমার?

19

ফুটবল মাঠে ছন্দ দেখানো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ব্যক্তি জীবনে বেশ সৌখিন। ফুটবল বিশ্বের অন্যতম স্টাইলিশ খেলোয়াড় হিসেবে গণ্য হওয়া এই ফুটবলারের সংগ্রহে রয়েছে বিশ্বের সব দামি দামি গাড়ি। যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্স কোম্পানি কারমোলার তথ্য মতে, নেইমারের সংগ্রহে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের গাড়ির কালেকশন রয়েছে। ব্রাজিলিয়ান পোস্টার বয়ের ‘এক্সপেন্সিভ কার কালেকশনে’ যুক্ত হয়েছে আরও একটি বিলাসবহুল গাড়ি।

নেইমারের সংগ্রহে নতুন করে যুক্ত হওয়া গাড়িটি হচ্ছে পোরশে ৯১১ জিটি৩ আরএস। এই গাড়ির দাম ২ লাখ ৪১ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। ফর্মুলা ওয়ানে যে ধরনের গাড়ি দেখা যায়, তেমন প্রযুক্তি ব্যবহার করেই বানানো হয়েছে এই মডেলের গাড়িগুলো।

নেইমারের নতুন কেনা এই পোরশে মাত্র ৩.২ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত তুলতে পারে। মূলত ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব। প্রস্তুতকারক কোম্পানির মতে, গাড়িটির রয়েছে ‘সক্রিয় অ্যারোডাইনামিকস (যা গাড়ির গতি, স্থিতিশীলতা ও জ্বালানি দক্ষতার ওপর প্রভাব ফেলে), উচ্চ ডাউনফোর্স এবং একটি হালকা ও সুনির্দিষ্ট গঠন।’

এই গাড়ির বিশেষত্ব নিয়ে প্রস্তুতকারক কোম্পানিটি আরও বলেছে, ‘৯১১ জিটি৩ আরএস একটি উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পোর্টস কার। এটি রেস ট্র্যাকে তার পূর্ণ সক্ষমতা প্রদর্শন করে এবং একই সঙ্গে সড়কে চলার উপযোগীও বটে।

 

Leave A Reply

Your email address will not be published.