দৈনিক খুলনা
The news is by your side.

সৌদিতে পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ জন হজযাত্রী

11

চলতি বছর হজ করার জন্য শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি গিয়েছেন ৩৭ হাজার ১১৫ হজযাত্রী। সরকারি-বেসরকারি ২৯টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।

এদিকে এখন হজে গিয়ে মারা গেছেন ৫ জন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

শনিবার (১০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৫টি, সৌদি এয়ারলাইন্সের ৩১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এসব ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৫৫১ হজযাত্রী রয়েছেন।

এখন পর্যন্ত ৮৫ হাজার ৫১৩টি ভিসা ইস্যু করা হয়েছে।
হেল্প ডেস্ক থেকে জানা গেছে, গতকাল শুক্রবার জামালপুরের বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩) নামে এক ব্যক্তি মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত হজে গিয়ে ৫ বাংলাদেশি মারা গেছেন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

Leave A Reply

Your email address will not be published.