দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

24

কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলা শ্রমিক নেতা বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দল নেতা আলাউদ্দিন, মিজানুর রহমান, তাইজুল ইসলাম, হুমায়ুন কবির, ইয়াসিন আরাফাত, শহিদুল ইসলাম, আক্তার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মকবুল হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল ও শ্রমিক দলের শতশত নেতাকর্মীবৃন্দ উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়, উৎপাদন বৃদ্ধি এবং দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১৯৭৯ সালের ৩ মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলটি প্রতিষ্ঠা করেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.