দৈনিক খুলনা
The news is by your side.

পাকিস্তানের সন্ত্রাসীদের অর্থায়ন করে ভারত: পাক আইএসপিআর

16

ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভারতের মাটি থেকে পরিচালিত হচ্ছে সন্ত্রাসী ঘাঁটি। ভারত নিজেই স্বীকার করেছে—তারা বালোচিস্তানে সন্ত্রাসে অর্থায়ন করছে। খবর জিও নিউজের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে দেওয়া বিবৃতিতে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ভারত শুধু পাকিস্তানে নয়, কানাডাতেও সন্ত্রাসী কার্যকলাপ ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও দাবি করেন, দিল্লি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে প্রত্যক্ষভাবে সহায়তা দিচ্ছে।

পাক সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সম্প্রতি পাহেলগাম হামলা ও ভারতের প্রতিক্রিয়া আসলে পাকিস্তানের অভ্যন্তরে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান থেকে সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে নিতে এক পরিকল্পিত কৌশল।

তিনি জানান, পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী প্রতিদিনই ভারত-সমর্থিত জঙ্গিদের দমন করছে। এরই মধ্যে কয়েকটি অপারেশনে বড়সড় সাফল্য এসেছে। কিন্তু ভারতের উদ্দেশ্য, এসব অভিযান থেকে মনোযোগ সরিয়ে দেওয়া।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকাশ্য অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রভাব ফেলতে পারে। ফলে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিতে পারে খুব দ্রুত।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তানের সম্পর্ক। ভারতের দাবি এতে ইন্ধণ আছে পাকিস্তানের। তবে ইসলামাবাদ সে অভিযোগ বরাবর অস্বীকার করছে। এমন পরিপ্রেক্ষিতে সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও হামলা চালায়। এরপর থেকেই দুই দেশ পরস্পরের ওপর হামলা চালাচ্ছে। সংঘাতে ভারতের ৫ টি বিমান ধ্বংস হওয়ার কথা জানা গেছে। দুই পক্ষেই নিহত হয়েছেন অন্তত ১০০ সামরিক বেসামরিক মানুষ। এছাড়া কামিকাজি ড্রোন দিয়ে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে দুেই দেশ।

Leave A Reply

Your email address will not be published.