দৈনিক খুলনা
The news is by your side.

প্রকাশ্যে হবু পুত্রবধূকে কী লিখলেন শ্রাবন্তী?

16

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুকের বয়স ২৩ বছর। তবে বেশ কয়েক বছর আগে থেকেই ঝিনুক প্রেম করছেন। তার প্রেমিকার নাম দামিনী ঘোষ। বছর দুয়েক আগে মানে ২০২৩ সালের জন্মদিন প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে থাইল্যান্ডে কাটিয়েছেন ঝিনুক।

দামিনী ঘোষ মডেল হিসেবে কলকাতায় বেশ পরিচিত। বয়স ১৮ পার করার আগেই মডেল খ্যাতি লাভ করেন দামিনী। সামাজিক মাধ্যমে বেশ সরব। ইনস্টাগ্রামে নিয়মিত হালনাগাদ তথ্য ও ছবি দেন।

সম্প্রতি বেশ কইয়েকটি ছবি পোস্ট করেছেন দামিনী। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করছেন এই মুহূর্তে। সেখানেরই আনন্দময় মুহূর্তের বেশ কয়েকটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দাও।’
ঘূর্ণনের একটি ভিডিও পোস্ট করেছেন দামিনী।

আর এসব ছবিতে গিয়েই হবু শাশুড়ি, অর্থাৎ শ্রাবন্তী লিখেছেন, ‘আমার পুতুল।’ এর উত্তরে দামিনী ঘোষ লেখেন, ‘আলিঙ্গন এবং অজস্র চুমু।’
এই থেকেই বোঝা যায় হবু পুত্রবধূর সঙ্গে মধুর সম্পর্ক শ্রাবন্তীর। বিভিন্ন সময় একত্রে ঘুরে বেড়ান তিনজনে। তবে এই ট্যুরে শ্রাবন্তী কিংবা ঝিনুক সঙ্গে রয়েছেন কি না, জানা যায়নি।

শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠেছেন তিনি। মা-ছেলের বোঝাপড়াটাও বেশ দারুণ।

ছেলে ও তার বান্ধবীকে নিয়ে বিদেশে ঘুরতে যান শ্রাবন্তী। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘মানুষ তো কিছু বলবেই। আমার জীবন একটাই। আমি তো ভুল কিছু করছি না।’

 

Leave A Reply

Your email address will not be published.