নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাতে(রাত ৮ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত) নড়াইল যশোর সড়কের নড়াইল পৌরসভার বউ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময় সড়কে চলাচল করে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়ম-অমান্য করায় ৩ টি মামলা দায়ের , ৮ টি মোটরসাইকেল,১ টা মাইক্রোবাস আটক এবং বিভিন্ন যানবাহনের ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সেনাবাহিনী নড়াইলের ক্যাম্পের মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
নড়াইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামা জাহিদুল ইসলাম বলেন, চেকপোস্ট চলাকালে আটটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসকে মোট ১৭হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।