দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটের চার শিক্ষার্থীর উপর হামলা “কুয়েট ভিসিকে কেন নামাইলি?”

23

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থী বহিরাগতদের হামলার শিকার হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে নগরীর ফুলবাড়িগেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুয়েটের ১৯ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। আহত চারজনকেই কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার প্রতিবাদে রাত ১০টায় কুয়েট ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, হামলাকারীরা ১২-১৫ জনের একটি দল ছিল। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলে, ‘ভিসি মাছুদকে কেন নামিয়েছিস’। এ কথা বলেই মারধর চালানো হয়।

এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার তদন্ত কর্মকর্তা সঞ্জিত কুমার ঘোষ বলেন, হামলার খবর পেয়েছেন। তবে বিস্তারিত তথ্য এখনো জানেন না।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ফেব্রুয়ারির ১৮ ও ১৯ তারিখে বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ক্যাম্পাসে একাধিকবার জরুরি সিন্ডিকেট সভা, একাডেমিক কার্যক্রম বন্ধ, হল খালি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়।

রমজান ও ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে ফেরে এবং ১৫ এপ্রিল থেকে হলে প্রবেশ করে।

শিক্ষার্থীরা ২১ এপ্রিল বিকেল থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করলে ২৩ এপ্রিল রাতে তাদের দাবি আংশিক পূরণের ঘোষণা আসে। পরদিন ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়।

কুয়েট খোলার ঠিক আগের রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস।

 

Leave A Reply

Your email address will not be published.