কাতার সফর শেষে ভ্যাটিকানের উদ্দেশে রওয়ানা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশ সময় বেলা ১২টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্যাটিকানের বিমানে চড়েন তিনি।
প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে বিদায় জানান কাতার রাষ্ট্রের প্রধান প্রটোকল কর্মকর্তা ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফাখরু।
প্রধান উপদেষ্টা বাংলাদেশ সময় বিকাল ৬টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোমে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর, বাংলাদেশ সময় রাত ৭টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।
শনিবার সকাল ৩টা ৩০ মিনিটে আবারও সেন্ট পিটার্স স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা, যেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সোমবার ভোরে।