দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলু গ্রেফতার

145

বাগেরহাটের মোরেলগঞ্জে চিংড়াখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আক্কাস বুলুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলুকে কাচিকাটা নিজ বাড়ী থেকে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আটক করা হয়েছে। এর পূর্বে গতকাল বুধবার দুপুরে পৌরসভা এলাকা থেকে খাউলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মুন্সিকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজিব আল রশিদ বলেন, আটককৃত দুজনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.