যশোরের কেশবপুর উপজেলার ২০টি বিলে বোরো ধান কাটা তৃষ্ণাত্ত ১ হাজার কৃষকের মাঝে স্যালাইনের পানি, সরবত ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলন, সাধারন সম্পাদক মিজানুর রহমান (কাকর), সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু, যুবদল নেতা মোঃ তরিকুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। সকাল ৮টায় প্রথমে বুড়িহাড়ি দক্ষীনবিলের বোরো ধান কাটা ২শতাধিক কৃষক ও কৃষানির মাঝে সরবত, স্যালাইনের পানি এবং বিস্কুট বিতরন করেন আবুল হোসেন আজাদ। এরপর কাবিলপুর, হাসানপুর, টিটাবাজিতপুর, মোমিনপুর, ভান্ডাখোলা, বগাবিল, সকশেকেনপুর, মহাদেবপুরসহ ১৫টি বিলে কৃষকদের মাঝে স্যালাইনের পানি, সরবত ও সুকনা খাদ্য বিতারন করা হয়। প্রখর রোদে প্রচন্ড গরমে কৃষকদের তৃষঞা নিবরণে স্থানীয় বিএনপির নেতা আবুল হোসেন আজাদকে পাশে পেয়ে কৃতজ্ঞকতা প্রকাশ করেন কৃষকরা।