খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ৩ মামলায় ১১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের ১৩০ জনকে আসামি করেছে পুলিশ। মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩টি দায়ের করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব জানান, হরিণটানা থানার এস আই মোনায়েম হোসেন বাদী হয়ে ৭৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। ওই থানায় বিকাল পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার হয়েছেন।
খালিশপুর থানার এস আই রতন কুমার বিশ্বাস বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৪০/৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। এ মামলায় মোট ৭ জন গ্রেপ্তার হয়েছেন।আড়ংঘাটা থানার এস আই ইসতিয়াক আহমেদ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০/৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। এছাড়া নগরীর সদর থানা পুলিশ নগর ভবন থেকে কেসিসির লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে।কেসিসির রাজস্ব কর্মকর্তা এস কে তাছাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের মিছিলে কেসিসির স্টিকার লাগানো মটর সাইকেলে করে রবির অংশ নেওয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দুপুরের পরে জানতে পারি তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি প্রশাসককে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা নগরীর ৪টি স্থানে পৃথক পৃথক ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ।