খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের ১ দফা দাবিতে কুয়েটের ভিসি ড. মুহাম্মদ মাসুদের প্রতিকী গদি পোড়ানো হয়৷ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের দুর্বার বাংলার পাদদেশে প্রতীকী চেয়ারে আগুন ধরিয়ে দেন তারা।
শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অনড়। এত কিছুর পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যাবস্থা করছে না কেন প্রশ্ন শিক্ষার্থীদের।
গত ১৮ ফেব্রুয়ারিতে সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার বিচার না হওয়ায় কুয়েট প্রশাসনকে দায়ি করে শিক্ষার্থীরা। দীর্ঘ দুই মাসের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসে এবং হল খোলার আল্টিমেটাম দেয়। দুইরাত খোলা আকাশের নিচে রাত কাটিয়ে শিক্ষার্থীরা অপেক্ষা করে প্রশাসন জরুরি সিন্ডিকেট মিটিং থেকে হল না খুলে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে।
এবং ২ এপ্রিল হল খোলার ঘোষণা করে। এছাড়াও স্থানীয় একব্যক্তি ২২ জন শিক্ষার্থী সহ আরও অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে মামলার আবেদন করে। শিক্ষার্থীরা এই মিথ্যা মামলার পিছনে প্রশাসনকে দায়ি করে। শিক্ষার্থীদের উপর, হামলা, মামলা এবং বহিষ্কারের কারণে আন্দোলনটি ভিসি পতনের এক দফাতে রুপ নেয়। এবং শিক্ষারা হলে তালা ভেঙ্গে হলে প্রবেশ করে এবং আন্দোলন চলমান রাখে।