দৈনিক খুলনা
The news is by your side.

গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত চালুর দাবিতে সড়ক ও জনপথ ভবন ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

41

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে খুলনা নগরীর সদর থানার হাজী মেহের আলী রোড জন্মভূমি পত্রিকা অফিসের দ্বিতীয় তলায় হল রুমে বৃহত্তম আমরা খুলনাবাসীর উদ্যোগে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত চালুর দাবিতে আগামী ২০ তারিখ রোববার সড়ক ও জনপথ ভবন ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর আমরা খুলনাবাসী, খুলনার সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন আরো উপস্থিত ছিলেন সভাপতি মোঃ নাসির, নাগরিক সমাজ খুলনার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আ ফ ম মহসীন ও সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি এর সভাপতি আব্দুস সালাম, খুলনা পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির সভাপতি সৌরভ হোসেন , ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন প্রমুখ।

লিখিতে বক্তব্য, আপনারা অবগত আছেন যে, খুলনা নগরীর গল্লামারী ময়ূর নদীর উপর পূর্বের তৈরি একটি ব্রিজ ছিল। জনসংখ্যা ও যানবাহন বৃদ্ধির ফলে ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে আরো একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ময়ূর নদী রক্ষা ও নৌযান চলাচল বিবেচনায় না থাকাই কয়েক বছরের মধ্যে ব্রিজটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ যাবত প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৮ শতাংশ। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর হঠাৎ করেই বন্ধ হয়ে যাই প্রকল্পের কাজ। দীর্ঘ ৮ মাস পার হলেও প্রকল্পের কাজটি পুনরায় চালু না হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে মারাত্মক ভাবে।অধ্যাবদি প্রকল্পের কাজ শুরু তো হয়নি এমনকি কোন তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে না। যে কারণে আগামীকাল রোববার গল্লামারী ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত চালুর দাবীতে খুলনা নগরীর নুরনগর সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালনে দলমত অবস্থান নির্বিশেষে সকলকে আমাদের দাবি বাস্তবায়নে সক্রিয় অংশ গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.