দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন

119

কেশবপুর পৌর শহরের প্রাণ কেন্দ্রে পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর প্রশাসক রেকসোনা খাতুন। শুক্রবার সকাল ১০টায় শহরের মধ্যভাগে প্রধান সড়কের পাশে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন করেন কেশবপুরের সুযোগ্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি শরিফ নেওয়াজ, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামাতের আমির প্রভাষক জাকির হোসেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, পৌর সভার নির্বাহী প্রকৌশলী এম এম নুর মুহম্মদ, প্রমুখ।

আই ইউ জি আই পি এর অধিন ৮কোটি ৩৯লাখ ৫০হাজার টাকা ব্যয়ে ৬তলা ফাউন্ডেশনে ৩ তলা বিশিষ্ট এ সুপার মার্কেট নির্মাণ করা হচ্ছে বলে প্রকল্পের মিউনিসিপাল প্রকৌশলী মো: শহিদুল ইসলাম জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, পৌর সভার কর্মকর্তা -কর্মচারী,ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ এ সময় কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীমহল উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ মার্কেট নির্মাণে বহুবার বাধা হয়েছে জমির মালিকানা নিয়ে মামলার জন্য।

Leave A Reply

Your email address will not be published.