সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ কম থাকলেও বায়ুদূষণে শীর্ষে উঠেছে রাজধানী ঢাকা। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) জানায়, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ মাত্রা অতিক্রম করে বিশ্বের তৃতীয় দূষিত শহরের অবস্থানে রয়েছে।
সকাল ১০ টায় প্রকাশিত সূচকে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬০। যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর। তালিকার শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার, যার সূচক ২৭৫। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে স্কোর ১৬৩।
বিশেষজ্ঞদের মতে, সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। এই মাত্রার বায়ুতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ঝুঁকি বেড়ে যায়। আর ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে তা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
অবকাশের দিনে স্কুল-কলেজ, অফিস, ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঢাকার বায়ুমানে কোনো উন্নতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, যানবাহনের কালো ধোঁয়া, এবং কারখানার দূষণ অব্যাহত থাকায় শহরের বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠছে।