দৈনিক খুলনা
The news is by your side.

আযম খান সরকারি কমার্স কলেজের শিক্ষার্থীর উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

43

খুলনার জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ তারেক রহমান মোল্লার উপর পুলিশ ও নৌ বাহিনীর অমানবিক নির্যাতনের প্রতিবাদে কমার্স কলেজের সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন। রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় কলেজ গেটে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় কলেজের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। বর্তমান প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে পতিত স্বৈরাচাররা ওৎ পেতে আছে। তারা এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দিচ্ছে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় যন্ত্র। এরই অংশ হিসাবে তারেকের উপরে হামলা। কিন্তু এই ঘাপটি মারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ওই স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে, তার তো প্রমাণ প্রতিদিনই আমরা পাচ্ছি। বাদ যায়নি আমাদের কলেজের শিবির সভাপতি তারেকও ।

বক্তারা আরো বলে, তারেকের উপর ৪ এপ্রিল পুলিশ, নৌ বাহিনী তাঁর ওপর নির্যাতন চালিয়েছে। তখন এক পুলিশ সদস্য বলছিলেন, ‘৫ আগস্টের পর দেশটাকে তোরা জাহান্নাম বানিয়ে ফেলেছিস। এখন আমরা মারব, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে।’

এ সময়ে অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের যুগ্ন আহবায়ক জুবায়ের হাসান রাকিব,যুগ্ন সদস্য সচিব তাসহিক আহমেদ, যুগ্ন সদস্য সচিব মুনতাসীর বিল্লাহ, যুগ্ন-সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন, আযম খান কমার্স কলেজের সংগঠক মনির হোসাইন, সংগঠক আযম খান সরকারি কমার্স কলেজ মুজাহিদুল ইসলাম পান্না ও সংগঠক আযম খান কমার্স কলেজ জুবায়ের মাহমুদ রায়হান ।

Leave A Reply

Your email address will not be published.