সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। ঢাকায় পা রেখেই বিলম্ব করলেন না টাইগার ক্রিকেটার। ছুটে গেলেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। আজ (১২ এপ্রিল) চলছে দুই হেভিওয়েট দলের লড়াই।
তবে খেলা দেখতে মিরপুরে যাননি তামিম। জানা গেছে, সিঙ্গাপুর থেকে ঢাকা ফিরে বিসিবির চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেছেন তিনি।
গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। তামিমের প্রথম চিকিৎসা হয় সাভারের কেপিজে হাসপাতালে। এরপর গত ২৬ মার্চ সাভার থেকে ঢাকায় আনা হয় তাকে। ভর্তি করানো হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসা শেষে গতকাল (২৮ মার্চ) ছাড়পত্র পান তামিম। ফিরে যান নিজ বাসায়।