কেশবপুরে সমাধানের উদ্যোগে শুদ্ধাচার চর্চায় করণীয় ও উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত। অনুষ্ঠানে মেনে চলবো শুদ্ধাচার, থাকবে নাকো অনাচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা সমাধানের উদ্যোগে শুদ্ধাচার চর্চায় করণীয় ও উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শহরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে শনিবার (১২ এপ্রিল) এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহকারী মহাব্যবস্থাপক রেজানুর রহমান তরফদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ নাসির উদ্দিন। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে সমাধানের আরো অগ্রগতির লক্ষ্যে সকলের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন এবং বিশেষ অতিথি তাঁর বক্তব্যে সমাধানের সার্বিক দিক বিবেচনা করে মূল্যবান মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমাধান নির্বাহী পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। সকলের পরিচয় পরিচিতি, অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, সংস্থার সৃষ্টির প্রেক্ষাপট, ধারাবাহিক অগ্রগতি, ভবিষ্যত করণীয় ও বিশেষ ঘোষণা প্রসঙ্গে বক্তব্য রাখেন, সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম।
সংস্থায় কর্মরত কর্মীদের সুযোগ-সুবিধার চর্চা ও শাখা পর্যায়ের হিসাবাদি বিশ্লেষণ সম্পর্কিত বক্তব্য রাখেন, মোঃ আবু জাফর মাতুব্বর, পরিচালক (কার্যক্রম), সমাধান। সংস্থার আর্থিক অবস্থা বিশ্লেষণ সম্পর্কিত বক্তব্য রাখেন, মোঃ শাহাদাৎ হোসেন, পরিচালক (ফিন্যান্স), সমাধান। মাঠ পর্যায়ে কার্যক্রম বিষয়ক ঘটনামান বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, মোঃ শাহীনুর রহমান, পরিচালক (সার্বিক), সমাধান। সংস্থার সার্বিক কার্যক্রম ও শুদ্ধাচার বিষয়ক উপস্থাপনাসহ শুদ্ধাচার চর্চায় করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, মোঃ শফিউল ইসলাম, উপ-পরিচালক (কার্যক্রম), সমাধান। সংস্থার স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন, ডাঃ মোঃ সোহানুর রহমান, মেডিকেল অফিসার (পার্টটাইম), সমাধান।
এ সময় সমাধানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, এমআইএস কো-অর্ডিনেটর ও অগ্রসর (মাইক্রো এন্টারপ্রাইজ-এমই) কার্যক্রমের ফোকল পার্সন মোঃ কামরুজ্জামান। আঞ্চলিক সমন্বয়কারীগণের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর অঞ্চলের মোঃ মিজানুর রহমান, মনিরামপুর অঞ্চলের বিএম জামাল উদ্দিন, যশোর অঞ্চলের মোঃ শারাফাত আলী, কলারোয়া অঞ্চলের মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, চৌগাছা অঞ্চলের মোঃ কামরুল হাসান, সীমাখালী অঞ্চলের মোঃ আজিজুর রহমান, নড়াইল অঞ্চলের মোঃ আব্দুল আলিম ও মাগুরা অঞ্চলের মোঃ জসিম উদ্দিন। প্রধান কার্যালয়ের এমআইএস কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, হিসাব বিভাগের সিনিয়র ফিন্যান্স অফিসার মোঃ কামাল হোসেন, মোঃ শাহ আলম ও অফিসার মোঃ আবু সাইদ। অডিট টিমের প্রধান মোঃ মকবুল হোসেনসহ অডিট টিমের অন্যান্য সদস্যবৃন্দ, সমাধান কম্পিউটার ট্রেনিং সেন্টারের ট্রেইনার মোঃ জিল্লুর রহমান, আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ শামিমুর রহমান ও লজিস্টিক অফিসার মোঃ আনসার আলী প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাধানের চল্লিশটি শাখার শাখা ব্যবস্থাপকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন, সকল শাখার হিসাবরক্ষক, কর্মীবৃন্দ ও কুক কাম পিয়নসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সম্পূর্ণ উপস্থাপনা ও পরিচালনা করেন, সমাধান প্রধান কার্যালয়ের ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ মুনছুর আলী ও অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাধান প্রধান কার্যালয়ের কেয়ারটেকার হাফেজ মোঃ হাফিজুর রহমান।
উল্লেখ্য, সমাধান সংস্থার এই কর্মী সম্মেলনে সংস্থার ভালো-মন্দ, উন্নতি-অবনতিসহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এরপর যোহরের নামাজের পর উপস্থিত সকলের জন্য দুপুরের খাবার গ্রহণের আয়োজন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।