দৈনিক খুলনা
The news is by your side.

নগরীতে কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিমসহ গ্রেফতার ৫

24

নগরীর জাতিসংঘ শিশুপার্কে মেলা চলাকালে ছুরিকাঘাতে কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আাসমি ফাহিমসহ ৫ জনকে গ্রেফতার করে র‌্যাব-৬ ও পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে ফরিদপুর জেলার সদর থানার নিউ মার্কেট এলাকা থেকে ফাহিমকে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন মাইনুল ইসলাম আবির, রাকিবুল ইসলাম তুর, মাহিম ফারাজ ও খাইরুল ইসলাম হৃদয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হুসাইন মাসুম জানান, ইজিবাইক চালক পলাশ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। তার সঙ্গে ফাহিমসহ অন্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ এপ্রিল রাতে শিশুপার্কের ভেতরে আসামিরা পলাশকে মারধর এবং তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আঘাতে কারণে তার পেট থেকে নাড়ি বের হয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন পলাশ মারা যায়।

ওসি জানান, মারা যাওয়ার পূর্বে পলাশ তার চাচার কাছে আসামিদেন নাম বলে গিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল হামিদ বাদি হয়ে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব ও পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Leave A Reply

Your email address will not be published.