দৈনিক খুলনা
The news is by your side.

ডিপিএলে বিতর্কিত আউট, সন্দেহের তীর টিম ম্যানেজমেন্টে

92

ম্যাচ শেষ হওয়ার আগেই মিনহাজুল আবেদিন সাব্বির ও মো. রহিম আহমেদের আউটের ভিডিও ভাইরাল। ফেসবুকে শেয়ার হতে হতে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। ‘স্বেচ্ছা’ এই দুই আউটে শাইনপুকুর ৫ রানে ম্যাচ হারে গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। দুটি ক্লাবই বেক্সিমকো গ্রুপের। উভয় ক্লাব লিগে খেলার আর্থিক সংস্থান করেছে কাউন্সিলরশিপ বিক্রি করে।

গুলশান ও শাইনপুকুরের কোচিং স্টাফ ভিন্ন হলেও পেছন থেকে দল দুটির নিয়ন্ত্রক খালেদ মাহমুদ সুজন। এ কারণেই গুলশানকে সুপার লিগে কোয়ালিফাই করাতে শাইনপুকুরের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্রিকেট অঙ্গনে কানাঘুষা সুজনের নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই মিনহাজুল ও রহিম স্বেচ্ছায় স্টাম্পিং আউট হয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে নামা দুই ক্রিকেটারের সন্দেহজনক আউটের ভিডিও ছড়িয়ে পড়া, ফিক্সিংয়ের অভিযোগ ওঠা এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ফেসবুকে নিন্দনীয়ভাবে সমালোচনামূলক স্ট্যাটাস দেওয়ায় গতকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তদন্তের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার দুর্নীতি দমন বিভাগ (এসিইউ) মিনহাজুল ও রহিমকে জিজ্ঞাসাবাদ করেছে। একাডেমি মাঠে প্র্যাকটিক্যাল পরীক্ষাও নেওয়া হয় দু’জনের। যদিও জিজ্ঞাসাবাদে উভয় ক্রিকেটার ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন।

বিসিবি এসিইউ প্রধান মেজর রায়ানের নেতৃত্বে পুরো দল দুই ক্রিকেটারের জিজ্ঞাসাবাদে অংশ নেয়। প্রত্যক্ষদর্শী বোর্ডের এক কর্মকর্তা জানান, প্রথমে দুই ঘণ্টা মৌখিক জিজ্ঞাসাবাদ করা হয় মিনহাজুল-রহিমকে। তাদের কাছে জানতে চাওয়া হয় প্রতিপক্ষ বা নিজ দলের ম্যানেজমেন্টের দিক থেকে কোনো চাপ ছিল কিনা?

গুলশানের কোচ খালেদ মাহমুদের রাজশাহীর একাডেমি বাংলা ট্র্যাকের ক্রিকেটার রহিম। তিনি কোনো নির্দেশনা দিয়েছিলেন কিনা– এ নিয়েও জানতে চাওয়া হয়। আর্থিক লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উভয় ক্রিকেটার আপত্তি তুলে বলেন, ‘ক্লাব তো চুক্তির টাকাই দেয়নি।’

মিনহাজুল তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ খেলছেন এই প্রথম। দরিদ্র কৃষকের ছেলে রহিম ক্রিকেট খেলা শিখেছেন ভাগ্য ফেরাতে। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা না থাকায় এভাবে আউট হয়ে গেছেন বলে দাবি তাঁর। নিজেদের আউটকে অনিচ্ছাকৃত আউট দাবি করেন দু’জনই। বিসিবি সূত্রে জানা গেছে, গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটকিপার আলিফ হোসেন ইমনকেও শুনানিতে ডাকা হবে।

শাইনপুকুর বা গুলশান ক্লাবের কোচ বা কর্মকর্তাদের শুনানিতে ডাকা হবে কিনা জানা যায়নি। খালেদ মাহমুদের দিকেও নানা মহল থেকে অভিযোগের আঙুল ওঠায় জিজ্ঞাসাবাদের দাবি রাখে কিনা জানতে চাওয়া হলে এসিইউ কর্মকর্তাদের কেউই মন্তব্য করতে রাজি হননি।

Leave A Reply

Your email address will not be published.