ডুমুরিয়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার কবিরুল ইসলাম কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কবির চুকনগর সরদার বাড়ী মৃত সাজ্জাদ আলী সরদারের ছেলে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন কাদির জানান, ২০২৪ সালের ৬ই জুন উপজেলার রুদাঘরা ইউপি চত্বরে মারামারি ও বিস্ফোরকের ঘটনা ঘটে। এ ঘটনায় রুদাঘরা এলাকার আশিক ইকবাল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা জানান ধৃত আসামিকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।