দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম ঢাকায় গ্রেপ্তার

116

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান -২ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডের আবেদন করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।মোরশেদ আলম ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে আবারও নির্বাচিত হন।

Leave A Reply

Your email address will not be published.