দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর বিএনপির পক্ষ থেকে  ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ

102

যশোরের কেশবপুর ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমুহের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ বক্তরা ইসরায়েলের পন্য বর্জন এবং ফিলিস্তিনে নারী শিশু সহ বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করে বক্তব্য প্রদান করেন। কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (এসি আলম), হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, যুবনেতা আব্দুল গফুর, এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.