দৈনিক খুলনা
The news is by your side.

খুলনার শিববাড়ি মোড়ে হাজারও জনতার অবস্থান ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে

82

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন হাজারও মানুষ। বিভিন্ন সংগঠনের ব্যানার সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে তারা শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান।

সোমবার বিকাল ৩ টায় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসাবে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এর আগে নগরীর বিভিন্ন এলাকা ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শিববাড়ি মোড়ে এসে জমায়েত হয়। এরপর সেখানে সমাবেশ করে তৌহিদি জনতা। এতে হাজার হাজার ধর্মপ্রাণ নারী, পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাথির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুন্ঠিত হবে বিশ্ব মানবতা।

এ সময় বিক্ষোভকারীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ইউ হু আই হু, প্যালেস্টাইন প্যালেস্টাইন, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছেরে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইজরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা আরও বলেন, নিরীহ ফিলিস্তিনের জনগণের ওপর বর্বরোচিত হামলয় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরায়েলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরায়েলকে সমুচিত জবাব দেবে। বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানান।

Leave A Reply

Your email address will not be published.