দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় স্বস্তির বৃষ্টি

40

কাঠফাটা রোদ আর টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর সন্ধায় খুলনায় নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই রোদের তিব্রতা ছিল খুলনার আকাশে। এর মাঝেই হালকা বাতাসের ঠান্ডার পর জনজীবনের শাস্তি নিয়ে আসে বৃষ্টি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির সাথে চলছে হালকা বজ্রপাত।

আজ বিকাল থেকে খুলনার আকাশে ছিল হালকা মেঘ। কখনো রোদ আবার কখনো মেঘের আনাগোনা ছিল আকাশে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হওয়া আচমকা এই বৃষ্টি প্রকৃতি শীতল করে দিয়েছে।বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন খুলনাবাসী। তবে তারা আরও বেশি সময় বৃষ্টি প্রত্যাশা করছেন। বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করে অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আল্লাহ অবশেষে.. বৃষ্টি, আলহামদুলিল্লাহ কী সুন্দর প্রশান্তির বাতাস!’

খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলামিন বলেন, বৃষ্টির জন্য দীর্ঘ যে প্রতীক্ষা, সেটির অবসান হলো। খুব ভালো লাগছে। তবে এত কম বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হবে না। কিছুক্ষণ পর আবার গরম লাগবে।

এর আগে আজ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে জানানো হায় খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.