দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরার কলারোয়ায় আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষ, নিহত-১

31
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ভাই আবুল হোসেন। শনিবার বেলা এগারটার দিকে কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহবার হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।
 
নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেজ ছেলে।
 
আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান জানান ,শেখ পাড়ার পাশের একটি খালে শনিবার বেলা এগারটার দিকে মোশাররফ হোসেন মাছ ধরছিলেন। এসময় সোহরাব হোসেন খালের ওই জায়গা তার জমির সামনে বলে ভাইকে মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পরযায়ে সোহরাব বাড়ি থেকে ছুরি নিয়ে এসে ভাইয়ের গলায় পোচ মারেন ও  পেটে ঢুকিয়ে দেন। খবর পেয়ে তাদের অপর দু’ভাই আবুল হোসেন ও আশারাফ হোসেন ঘটনাস্থলে যান।আবুল হোসেন প্রতিবাদ জানালে সোহবার তাকেও ছুরিকাঘাত করেন।
এতে ছুরিকাঘাত হয়ে দু’ভাইই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসার পথে মোশররফ হোসেন মারা যান। এঘটনায় দায়ীদের বিচার দাবি করেন পরিবারের সদস্যরা।
 
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে সোহবার হোসেন ও আশারাফ হোসেনকে আটক করেছে।নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.