দৈনিক খুলনা
The news is by your side.

ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

95

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিনের ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।আজ শনিবার দুপুর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ দুপুর থেকেই শুরু হয় আমদানি-রফতানি বাণিজ্য। ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে পন্যজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও পন্যজট রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ জানান, ঈদে টানা আট দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল না। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আট দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ শনিবার দুপুর ১২টা থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.