দৈনিক খুলনা
The news is by your side.

মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলেন ড. ইউনূস

41

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে৷ এছাড়া সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সম্পর্কের স্বার্থে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তা চুক্তির নিয়ে কথা বলেছেন ড. মুহাম্মদ ইউনূস৷

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের মানুষ তার বিচার চায়, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে৷ এজন্য ভারত সরকারের সহযোগিতা চান ড. ইউনূস ৷

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন শফিকুল আলম৷ দুপুরে নরেন্দ্র মোদী ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এই বৈঠকটি থাইল্যান্ডের ব্যাংককের সাং-রিলা হোটেলে অনুষ্ঠিত হয়৷
এছাড়াও স্থানীয় সময় বেলা ২ টায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে মিলিত হন ড. মুহাম্মদ ইউনূস৷ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.