দৈনিক খুলনা
The news is by your side.

দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ

28

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল, সোমবার (৩১ মার্চ), সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই ২৯টি রোজা শেষে ঈদ উদ্‌যাপন হবে।

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল, রোববার (৩০ মার্চ), ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও ঈদ উদ্‌যাপিত হচ্ছে। তবে, শনিবার চাঁদ দেখা না যাওয়ায় ইন্দোনেশিয়া, ওমান, ভারত, পাকিস্তান ও ব্রুনাইসহ কয়েকটি দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে।

ঈদুল ফিতরের তারিখ প্রতিবছর চাঁদ দেখার উপর নির্ভর করে, যা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

Leave A Reply

Your email address will not be published.