দৈনিক খুলনা
The news is by your side.

চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

66

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ ) সকালে সকল সরকারি বেসরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমীকদল, ছাত্রদল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় চিতলমারী উপজেলা পরিষদ চত্ত¡রে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তাপস পাল। পরে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, বাংলাদেশ স্কউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও অতিথিদের অভিবাদন জানানো এবং শান্তির প্রতিক কবুতর ও বেলুন ওড়ানো হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.